বিজ্ঞপ্তি ২৯-০৪-২০২৪ বিদ্যালয়ের উভয় শিফটের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দকে জানানো যাচ্ছে যে, চলমান তাপ দাহের কারণে আগামীকাল ৩০-০৪-২০২৪ তারিখ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ঢাকা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে এক প্রেস রিলিজে জানিয়েছেন। আগামী ০১-০৫-২০২৪ তারিখ বুধবার মহান মে দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির তালিকা অনুযায়ী বিদ্যালয় বন্ধ থাকবে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করলে আগামী ০২-০৫-২০২৪ তারিখ বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি চলবে। উভয় শিফটের শ্রেণি শিক্ষকবৃন্দকে নিজ শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা প্রদান করার জন্য অনুরোধ জানানো হলো। - প্রধান শিক্ষক
|